বিএনপি মনে করে দূতাবাস দিয়ে জনগণের ঘাড়ে উঠতে পারবে: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৫ আগস্ট ২০২৩

বিএনপি জনগণকে মূল্য দেয় না, তারা ক্ষমতায় এলে দেশটা বিরান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেছেন, বিএনপি জনগণের কাছে আসে না। তারা রাজনীতি করে ঢাকার আমেরিকান দূতাবাস, ব্রিটিশ দূতাবাস, হেন দূতাবাস, তেন দূতাবাসে। তারা মনে করে দূতাবাস দিয়ে জনগণের ঘাড়ে উঠতে পারবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী।

আনিসুল হক বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়। সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তারপর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা ছিল সংবিধান সংশোধনের মাধ্যমে সেটিকে বাতিল করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই।

মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার গঠন করার পর ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৭ জন সদস্য হত্যার বিচার শুরু করেন। আমরা দেখেছি সেই বিচার সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের যতজনকে পেয়েছি তাদের রায় কার্যকর করেছি। কয়েকজন আসামি বিদেশে পালিয়ে আছে, তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা জেলহত্যা মামলাও শেষ করেছি।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্ত্রী বলেন, র্যাবের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। বিএনপির আমলে র্যাবকে তৈরি করেছিল আমেরিকা। কিন্তু নিষেধাজ্ঞা আসলে র্যাবকে দেয়নি, জনগণকে ভয় দেখানোর জন্য দিয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।