দুদিন পর ঢাকা-চাঁদপুর রুটে বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৬ আগস্ট ২০২৩

দুদিন পর ঢাকা-চাঁদপুর রুটে বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে চাঁদপুর বাস টার্মিনাল থেকে পদ্মা বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে ১৪ ও ১৫ আগস্ট এ দুদিন পদ্মা বাস চালক ও শ্রমিকরা অবৈধ বাস সার্ভিস বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ রাখেন।

বাসচালকদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাস না পেয়ে তারা বিকল্প বাহনে ঢাকায় যেতে বাধ্য হন। বাস চলাচল শুরু হওয়ায় ঢাকা-চাঁদপুর রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে।

jagonews24

বাসচালক সমিতির নেতা মো. ইসহাক বলেন, আগামী ২৪ তারিখে জেলা বাস মালিক সমিতির সভায় হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কে পদ্মা সার্ভিস চলাচলের অনুমতি না দিলে ৫ সেপ্টেম্বর থেকে পুনরায় এ আন্দোলন চলবে। এছাড়া সড়কে আল আরাফাহসহ সব অবৈধ বাস চলাচল বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘মালিকপক্ষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে, যে কারণে সময় লাগছে। মূল কথা, আমাদের দাবি-দাওয়া পূরণ না হলে বাস বন্ধ থাকবে।’

জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ বলেন, ‘কখন বাস চলাচল বন্ধ হয়, আবার কখন চালু করে চালকরাই জানে। তবে তাদের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আশা করি সমাধান হবে।’

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।