নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৬ আগস্ট ২০২৩

নারায়ণগঞ্জে মাদক মামলায় শাহাবুল হাসান (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শিপ্রা মোদক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, ১৩ সাক্ষীর জবানবন্দীর ভিত্তিতে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময়ে সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ২০২১ সালের ৬ জুন নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকা থেকে ৭২৫ গ্রাম হেরোইনসহ শাহাবুল হাসানকে গ্রেফতার করে র‌্যাব-১১। পরে সদর মডেল থানায় মামলা হলে পুলিশ ২০ দিনের মধ্যে (ওই বছরের ২৬ জুন) অভিযোগপত্র দাখিল করে।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।