বাড়ি আর ফেরা হলো না স্কুলছাত্র সাইফের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৭ আগস্ট ২০২৩

মেহেরপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক শিশু। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফ (৯) গোভিপুর গ্রামের ধাপাড়ি পাড়ার স্বাধীন হোসেনের ছেলে। সে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোভিপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে সাইফ ও তার সহপাঠি নাসিরুল্লাহ একটি সাইকেলে বাড়ি ফিরছিল। সাইফ সাইকেলটি চালাচ্ছিল। গোভিপুর গ্রামের বাজার পার হলে নাসিরুল্লাহ সাইকেল থেকে লাফ দিয়ে নেমে পড়ে। রাস্তা খারাপ থাকায় এতে সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সাইফ। এ সময় বীপরিত দিক থেকে পাটকাঠি নিয়ে আসা একটি স্যালো ইঞ্জিনচালিত আলগামনের চাকায় পিষ্ট হয়ে সাইফ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।