সাঈদীর মৃত্যুতে দোয়া

শিক্ষা কর্মকর্তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৭ আগস্ট ২০২৩

মওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করায় চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে তদারকি কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরপরই একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা তার ফেসবুক আইডিতে লিখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তুমি নিশ্চয়ই জান্নাতের উঁচু মাকামে তাকে স্থান দিবেন। আমিন।’

এ ঘটনার পর তাকে চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিবকে দায়িত্ব দেওয়া হয়।

একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা বলেন, ‘দেলাওয়ার হোসেন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই আমি তার জন্য দোয়া করেছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী বলেন, ‘দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় একাডেমিক সুপারভাইজারকে পরীক্ষা কেন্দ্রের তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, ‘আমি মনে করি একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরনের স্ট্যাটাস দেওয়া ঠিক হয়নি।’

আমিন ইসলাম জুয়েল/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।