রৌমারি বিলে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৮ আগস্ট ২০২৩

জামালপুরের মেলান্দহে রৌমারি বিলে গোসল করতে নেমে সোহার্দ্য (১৬) নামের সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ওই বিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সৌহার্দ্য জামালপুর পৌরসভার জিগাতলা এলাকার শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, পর্যটন হিসেবে পরিচিতি রৌমারি বিল ছয়মাস পানিতে থইথই করে। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসেন এখানে। শুক্রবার বিকেল ৫টার দিকে বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে আসে সৌহার্দ্য। একপর্যায়ে বিলের পানিতে সে গোসল করতে নামে। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ছানোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করছে। তবে এখনো ওই ছাত্রের সন্ধান মেলেনি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ডুবুরি রয়েছে। এখনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

নাসিম উদ্দিন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।