চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ব্রিজের নিচে মিললো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২১ আগস্ট ২০২৩

লালমনিরহাটের আদিতমারি উপজেলার স্বর্ণামতি নদী থেকে আব্দুর রাশিদ (৪০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার স্বর্ণামতি নদীর কান্তেস্বর ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুর রাশিদ বালাপাড়া গ্রামের খোশেদ আলম ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার বিকেলে আব্দুর রাশিদ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাতেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। সোমবার স্থানীয়রা স্বর্ণামতি নদীর কান্তেস্বর ব্রিজের নিচে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ব্রিজের নিচ থেকে করে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন অটোরিকশা চালক আব্দুর রাশিদের মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুন: নদীতে মিললো নিখোঁজ অটোচালকের পা কাটা মরদেহ

লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আলমগীর রহমান বলেন, নদী থেকে আব্দুর রাশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করেই অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

এ বিষয় আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

রবিউল হাসান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।