কৃষকের ধান কাটায় অংশ নিলেন ইউএনও-এসিল্যান্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২১ আগস্ট ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকের ধান কাটায় অংশ নিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।

সোমবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা কৃষ্ণচূড়া মোড় এলাকায় মাঠ দিবস উপলক্ষে ধান কাটায় অংশ নেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় কৃষক লোকমান হোসেন, জামান, শহীদুল্লাহ, আজমত আলীসহ ১৫-১৬ জন মিলে ৩০ বিঘা জমিতে আউশ ধান আবাদ করেন। আজ ছিল মাঠ দিবসের আউশ মৌসুমের ফসল কর্তন উৎসব। এ উপলক্ষে বিকেলে জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ ও ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন এ উৎসবে অংশ নেন। কিছুক্ষণ তারা কৃষকদের ধান কেটে দেন।

কৃষক লোকমান হোসেন বলেন, উপজেলা কৃষি অফিসের সহয়তা ও পরামর্শে তারা এ আউশ ধানের আবাদ করেন। এ ধান আবাদে তাদের সেচের প্রয়োজন পড়েনি। বৃষ্টির পানিতে আবাদ করেন। ফলনও আশা করছেন ভালো হবে।

জামালপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা জাগো নিউজকে বলেন, লাভজনক হওয়া সত্ত্বেও জেলায় দিনদিন আউশ আবাদ কমে যাচ্ছে। বর্তমানে জেলায় ১২০টি প্রদর্শনী রয়েছে। কৃষকদের উদ্ধুদ্ধকরণে সরিষাবাড়ীতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাসিম উদ্দিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।