সাঁতরে নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে আব্দুস শফি (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরের হাট এলাকায় দুধকুমার নদীতে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের ফকির টাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ফকির টাড়ী গ্রামের আব্দুস শফি সারাদিন আমনক্ষেতে নিড়ানির কাজ করেন। এরপর ঘাসের বোঝা নিয়ে ফকিরের হাট বাজারের ব্রিজের পাশ দিয়ে নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। এসময় তিনি পানিতে ডুবে যান। কিছুক্ষণ পর ওই বৃদ্ধ ভেসে না ওঠায় এলাকায় হইচই পড়ে যায়।
প্রথমে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বৃদ্ধের সঙ্গে থাকা ঘাসের বোঝা ব্রিজের ভাটিতে পাওয়া গেলেও তার হদিস মেলেনি।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইমন মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছি। তবে নিখোঁজ বৃদ্ধের সন্ধান পাইনি। আগামীকাল সকালে আবার চেষ্টা করবো।
ফজলুল করিম ফারাজী/এমআরআর/এমএস