ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২২ আগস্ট ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হামলার শিকার হয়েছেন সরাইল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল আলম। এ ঘটনায় হাকিম মিয়া (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হাকিম মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে।

আরও পড়ুন: অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৪

ওসি এমরানুল ইসলাম বলেন, সোমবার দুপুরে অরুয়াইল বাজারের সুতা ব্যবসায়ী কালা মিয়ার মেয়েকে (২১) তার স্বামী হাকিম মিয়া মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কালা মিয়া বিষয়টি থানায় জানালে তার সঙ্গে এএসআই শামসুল আলমের নেতৃত্বে একদল পুলিশ অরুয়াইল বাজারে যায়। সেখানেই হাকিম মিয়া শ্বশুর কালা মিয়ার ওপর হামলা করেন।

তিনি আরও বলেন, তাকে বাঁচাতে গেলে পুলিশ সদস্যদের ওপরও হামলা করেন হাকিম মিয়া। এসময় মাথায় ও হাতে রডের আঘাতে গুরুতর আহত হন এএসআই শামসুল আলম। তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় হাকিমকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়িত্ব পালনে বাধা ও হামলার ঘটনায় মামলা করেছে।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।