নেত্রকোনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৩ আগস্ট ২০২৩

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম কামরুল হাসান শাহীন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

বুধবার (২৩ আগস্ট) ভোরে ঢাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদে দুপুর ২টায় প্রথম জানাজা এবং বিকেল ৫টায় সদর উপজেলার লক্ষীগঞ্জ হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজার পর কাওয়ালিকোনা পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: বাবা-মায়ের পর না ফেরার দেশে শিশু আফসানাও

তার মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক গভীর শোক প্রকাশ করেছেন।

এইচ এম কামাল/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।