নারায়ণগঞ্জে মায়ের বকা শুনে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় মায়ের বকা শুনে জান্নাতুল ইসলাম জামিয়া (৮) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৩ আগস্ট) বিকেলে ফতুল্লার নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জান্নাতুল ইসলাম জামিয়া নন্দলালপুর এলাকার রোলিং মিল শ্রমিক জালাল উদ্দিনের মেয়ে। সে স্থানীয় শরীফ কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন: খাবার খেতে ব্যস্ত বাবা-মা, পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু
জালাল উদ্দিন বলেন, আজ স্কুলে যাওয়ার সময় জান্নাতুল ওর মাকে না বলে আলমারিতে রাখা সমিতির কিস্তি দেওয়ার ৫০০ টাকা নিয়ে যায়। এরপর দোকান থেকে ছোট এক বোতল কোকা-কোলা ও এক প্যাকেট চিপস কিনে বাড়িতে আসার পথে বাকি টাকা হারিয়ে ফেলে।
বিষয়টি নিয়ে ওর মা বকাবকি করে। আর এর জেরেই জান্নাতুল জেদ করে স্কুলড্রেস পরা অবস্থায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। বিষয়টি বুঝতে পেরে বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেসময় কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পূর্বাচলের নির্জন এলাকায় মিললো বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, জান্নাতুলের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য আবেদন করে। আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি মানবিক বিবেচনায় তাদের আবেদন মঞ্জুর করেন।
মোবাশ্বির শ্রাবণ/এসএএইচ