খাবার খেতে ব্যস্ত বাবা-মা, পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৩ আগস্ট ২০২৩
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- জিওধরা গ্রামের কবীর মিয়ার ছেলে আব্দুল আজিজ (৩) ও তার ছোট ভাই নুরুজ্জামান মিয়ার ছেলে আনাফ (৩)।

স্থানীয়রা জানান, বিকেলে আব্দুল আজিজ ও আনাফ খেলতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি পরও তাদের পাওয়া যায়নি। পরে বিকেল সোয়া ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে জুতা দেখে নিচে নামলে এক শিশু মরদেহ ভাসতে দেখা যায়। সেই সঙ্গে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অপর শিশুকেও পাওয়া যায়।

আরও পড়ুন: বাড়ির পাশের ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু 

কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান জাগো নিউজকে বলেন, শিশুদের বাবা-মা খাওয়া ধাওয়া করছিল। এসময় তাদের ছেলেরা বাসায় বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।