২৫ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৪ আগস্ট ২০২৩

নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগরে আমজাদ হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৩ আগস্ট) র‌্যাব-১ সিপিসি-৩ ঢাকা ক্যাম্পের সহায়তায় তাদের গ্রেফতার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতাররা হলেন- শাহাদত হোসেন (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫)। তারা নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: জয়পুরহাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

নলডাঙ্গা থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনকে তার বাড়িতে ঢুকে হত্যা করেন শাহাদত হোসেন ও তার স্ত্রী নুরজাহান বেগম। পরে নিহত আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করেন। এ ঘটনার পর তারা আত্মগোপন চলে যান।

২০১৬ সালে নাটোরের আদালত শাহাদত হোসেন ও তার স্ত্রী নুরজাহান বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ২৫ বছর পলাতক থাকার পর বুধবার তাদের আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

রেজাউল করিম রেজা/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।