গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৫ আগস্ট ২০২৩

পাবনার ঈশ্বরদীতে গুরু চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মুলাডুলির শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখপাড়ার ইদ্রিস আলীর বাড়িতে তিনজন যুবক গরু চুরির চেষ্টাকালে বাড়ির লোকজন ঢের পেয়ে ধাওয়া দেয়। পরে এলাকাবাসী ধাওয়া দিলে এদের মধ্যে একজনকে ধরে গণপিটুনি দেয় তারা। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যান।

jagonews24

আরও পড়ুন: টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত 

ইদ্রিস আলী বলেন, গরুর চুরির চেষ্টা করলে আমরা বেরিয়ে চোরদের ধাওয়া দেই। পরে এলাকার লোকজন ধাওয়া দিয়ে একজনকে ধরে গণপিটুনি দেয়। এতে একজন মারা যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

শেখ মহসীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।