তাইজুলকে এশিয়াকাপে রাখার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৫ আগস্ট ২০২৩

এশিয়াকাপে ক্রিকেটার তাইজুল ইসলামকে না রাখার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন: এশিয়া কাপ খেলতে মঙ্গলবার বিকালে দুবাই যাবে জাতীয় দল 

মানববন্ধনে নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী, জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা, ফরাহাদ হোসেনসহ নানা শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।

jagonews24

বক্তারা বলেন, তাইজুল ইসলাম একজন ভাল ক্রিকেটার হওয়ার পরও তাকে এশিয়াকাপ স্কোয়াডে রাখা হয়নি। তাইজুল ইসলামকে এশিয়াকাপ ক্রিকেট স্কোয়াডে অন্তর্ভুক্তির জন্য প্রধানমন্ত্রী ও ক্রিকেট কাউন্সিলের কাছে দাবি জানান।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।