প্রতারণা মামলায় মেহেরপুরে ব্যবসায়ী গ্রেফতার
মেহেরপুরের গাংনীর আড়পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শমসের আলীকে প্রতারণা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ আগস্ট) দুপুরে গাংনী থানা পুলিশের একটি টিম মেহেরপুর আদালতের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করে।
ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় আদালত পরওয়ানা জারি করায় তাকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শমসের আলী বছর দুয়েক আগে গ্রামের রবিউল ইসলামের মেয়ে শাহানাজের বিরুদ্ধে একটি ভুয়া স্ট্যাম্প দিয়ে ১০ লাখ টাকার প্রতারণার মামলা করেন মেহেরপুর আদালতে। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। মামলাটি তদন্তে স্ট্যাম্পটি ভুয়া ও ১০ লাখ টাকার বিষয়টি মিথ্যা বলে প্রতিয়মান হয়। সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত শমসের আলীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
শমসের আলী আত্মগোপন করেন। রোববার দুপুরে আদালতে যাওয়ার পথে গাংনী থানার এএসআই গোলাম রসুল ও সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে আদালতে পাঠান।
আসিফ ইকবাল/এফএ/এমএস