মেহেরপুরে ৬ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৭ আগস্ট ২০২৩

 

মেহেরপুরে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে গাঁজা-হেরোইনসহ ৬ কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মেহেরপুর সদরের তেরঘরিয়া গ্রামের বদর শেখের ছেলে মিঠু শেখ (৫৫), গাংনীর ছাতিয়ান পাঁকাপাড়ার আনারুল ইসলামের ছেলে বাশারুল ইসলাম (২৬), আব্দুল বারির ছেলে শামীম (২২), করমদি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে খোকন (২৩), কাজিপুর খন্দকার পাড়ার আনিছুর রহমানের স্ত্রী দিপালী (৪০) ও বামন্দী ক্যাম্প পাড়ার বোরহান উদ্দীনের ছেলে জয় আহম্মেদ (১৯)।  

jagonews24

র‍্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান জানান, তেরঘরিয়া আশ্রয়ণ প্রকল্পের পাশে গাঁজা বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৭০০ গ্রাম গাঁজাসহ মিঠু শেখকে গ্রেফতার করে মামলাসহ সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: বেশি দামে ডাব বিক্রি করে জরিমানা গুনলেন ৪ ব্যবসায়ী

jagonews24

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, করমদি ও কাজিপুর বর্ডার এলাকায় মাদক পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের পৃথক দুটি টিম অভিযান চালায়। করমদি মাঠ সংলগ্ন এলাকা থেকে এসআই সহিবুর ও সঙ্গীয় ফোর্স বাশারুল ইসলাম, শামীম ও খোকনকে তিন গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

এছাড়া কাজিপুর বর্ডার এলাকা থেকে এসআই আশিকুর ও সঙ্গীয় ফোর্স দিপালী ও জয় আহম্মেদকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।

আসিফ ইকবাল/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।