হবিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৭ আগস্ট ২০২৩
প্রতীকী ছবি

হবিগঞ্জে পানিতে ডুবে রিফাত আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরতলীর পইল গ্রামে এ ঘটনাটি ঘটে।

শিশু রিফাত শহরতলীর পইল (পশ্চিমপাড়া) গ্রামের মিনহাজ ওরফে মিজান মিয়ার ছেলে।

আরও পড়ুন: নদীতে গোসলে নেমে প্রাণ গেলো মাদরাসাছাত্রীর

এলাকাবাসী জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে রিফাত বাড়ির পাশের একটি পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সুস্মিতা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।