হাসপাতালে লাইনে দাঁড়িয়ে টাকা-স্বর্ণালঙ্কার খোয়ালেন ৫ নারী
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়ালেন পাঁচ নারী।
রোববার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে টিকিট কাটার লাইনে দাঁড়ান শতাধিক নারী-পুরুষ। বেলা ১১টার দিকে ভুক্তভোগীরা খেয়াল করেন, তাদের ব্যাগে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নেই। তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন তারা।
উপজেলার সোনাপাতিল গ্রামের রুমি বেগমের একটা সোনার চেইন, মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের হালিমা বেগমের নগদ চার হাজার ৬০০ টাকা, রুপার মালা ও বাজু, ছোট চৌগ্রামের আসমা বেগমের সোনার চেইন, আধখোলা গ্রামের আসমা বেগমের নগদ ২৭ হাজার এবং কলম নজরপুরের কুলসুম বেগমের এক হাজার ১০০ টাকা খোয়া গেছে।
ভুক্তভোগী হালিমা বেগম ও আসমা বেগম বলেন, ‘চিকিৎসা নিতে এসে টিকিট কাটার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখি ব্যাগে টাকা ও সোনার চেইন নেই।’
অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকন বলেন, আমি অতিরিক্ত দায়িত্বে আছি। আজ অন্য হাসপাতালে ডিউটি করেছি। শুনেছি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছে। তবে কেউ লিখিত অভিযোগ করেননি।
রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস