নির্বাচনী সহিংসতার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
আওয়ামী লীগ কর্মী দবির আলি হত্যা মামলায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ ওরফে বিপুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে দবির হত্যা মামলার ধার্য তারিখ ছিল। এদিন নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ ওরফে বিপুল স্থায়ী জামিনের জন্য আদালতে আসেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জহুরা খাতুন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেলে তাকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।
এরআগে মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানার ওসি (অপারেশন) একরামুল হোসাইন ২৫ জনকে অভিযুক্ত করে ২০২৩ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় বেশিরভাগ আসামি জামিনে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ১১ মার্চ রাতে নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে আলমডাঙ্গা জহুরুলনগর গ্রামের পূর্বপাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দবির আলিসহ বেশ কয়েকজন আহত হন। দবির আলি বেশ কিছুদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে মোস্তাফিজুর খোকন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মারামারির মামলা দায়ের করেন। দবির আলি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
হুসাইন মালিক/এফএ/এএসএম