বেশি দামে ডাব বিক্রি করে জরিমানা গুনলেন ৪ ব্যবসায়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৯ আগস্ট ২০২৩

রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতির কারণে ডাবের চাহিদা বাড়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়েছে। আর তাই রাজশাহীর বিভিন্ন বাজারের ডাবের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় রাজশাহীর সাহেব বাজার এলাকায় খুচরা দোকানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

আরও পড়ুন: বেশি দামে ডাব বিক্রি বন্ধে ভোক্তা অধিদপ্তরের অভিযান

এ সময় চারটি দোকানে ডাবের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকার জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য খুচরা ব্যবসায়ীদের সতর্কতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের ওই কর্মকর্তা।

সাখাওয়াত হোসেন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।