কুষ্টিয়ায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:৫০ পিএম, ৩০ আগস্ট ২০২৩
ফাইল ছবি

কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আছিয়া খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়ার সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন এলাকার লাল চাঁদ আলীর স্ত্রী।

মঙ্গলবার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পরিষ্কার হলো লার্ভা, ঢেকে দেওয়া হচ্ছে সেই ড্রেন

তিনি বলেন, মঙ্গলবার রাত ৯টায় ওই নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ওই নারী ডেঙ্গু জ্বরসহ অন্যান্য রোগে ভুগছিলেন।

হাসপাতালের দেওয়া তথ্য মতে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। সেখানেই তারা চিকিৎসাধীন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা.এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, এ জেলায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মশা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।

আল-মামুন সাগর/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।