চাঁদপুরে বিএনপির মৌন মিছিলে বাধা, নেতাকর্মীদের বিক্ষোভ
চাঁদপুরে বিএনপির মৌন মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (৩০ আগস্ট) বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুখে কালো কাপড় দিয়ে মৌন মিছিলকালে বাধা দেওয়া হলে তা পণ্ড হয়ে যায়।
এর আগে সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
তিনি বলেন, বাংলাদেশের সব জেলায় আমরা কালো কাপড় মুখে নিয়ে মিছিল করছি। আমাদের এ মিছিল করতে হচ্ছে কেন। কারণ আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলমসহ বহু নেতাকর্মী গুম হয়েছে। গুম হওয়া এসব নেতাদের পরিবার ও স্বজনদের সঙ্গে একাত্মতা জানাতে এ মিছিল।
তিনি আরও বলেন, আজ আমরা যখন সমাবেশ দিই তারা শান্তি সমাবেশ দেয়। পাকিস্তান আমলেও শান্তি সমাবেশ করে তাদের রক্ষা হয়নি। তাদেরও রক্ষা হবে না।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনূর রশীদ, সদস্য এমএ হান্নান, মোশাররফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এমআইএইচএস