সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরও ১৫ জন হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৩

সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে তারা ভর্তি রয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জেলায় গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ১৫ জন। এরমধ্যে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন, চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮০৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭২১ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে দুজন।


এম এ মালেক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।