ভাড়া বাসায় মিললো নারীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

টাঙ্গাইল পৌরশহরের আকুর টাকুর পাড়া বটতলা এলাকার একটি ভবন থেকে খাদিজা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হেলাল মিয়ার ছয় তলা বাসার তিন তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খাদিজা কালিহাতী উপজেলার দুর্গাপুরের নুরুল হকের মেয়ে।

একই ভবনের আরেক ভাড়াটিয়া নার্গিস বেগম বলেন, খাদিজা ও তার স্বামী রাশেদুল ইসলাম এখানে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার খাদিজার সঙ্গে কথা বলে আমি গ্রামের বাড়ি চলে যাই। বাসার প্রধান ফটক খোলা থাকায় বাসার মালিক আমাকে ফোন করে বিষয়টি জানতে চান। পরে আমি বাসার মালিক হেলাল মিয়াকে খাদিজা ও তার স্বামী এবং আরেক ভাড়াটিয়া নিপার সঙ্গে যোগাযোগ করতে বলি। বাসার মালিক পরে খাদিজার কক্ষের সামনে গিয়ে তার মরদেহ দেখতে পান। পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

খাদিজার ভাই ইমাম আলী বলেন, আমার বোনকে তার আগের স্বামীর কাছ থেকে প্রায় পাঁচ বছর আগে বিচ্ছেদ করানো হয়। বোন কিছুদিন যাবত টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। কোনো ছেলের সঙ্গে বিয়ে বা সম্পর্ক হয়েছিল কি না আমার জানা নেই।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জাগো নিউজকে বলেন, খবর পাওয়ার পর খাদিজার মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পায়ের দুই রগ কাটা। এছাড়া তার মুখে কাপড় পেঁচানো এবং বালিশ চাপা দেওয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।