মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ স্কুলে চুরি
বাগেরহাটের মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির এ ঘটনায় সোমবার (৪ সেপ্টেম্বর) মোংলা থানায় মামলা করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম শেখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম শেখ জাগো নিউজকে বলেন, ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন ধরে বিদ্যালয়ের ছুটি ছিল। এ সুযোগে একদল চোর স্কুলের সীমানা প্রাচীরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চোররা বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ও অফিসে থাকা আটটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি সাউন্ড বক্স ও একটি পানির পাম্প নিয়ে যায়। চুরি হয়ে যাওয়া এ সব মালামালের দাম প্রায় এক লাখ টাকা।
চুরির ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন বলেও জানান প্রধান শিক্ষক।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জাগো নিউজকে বলেন, চুরির মামলা নিয়ে তদন্ত চলছে। চোরদের ধরতেও অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারেরও চেষ্টা চলছে।
আবু হোসাইন সুমন/এসজে/এমএস