বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এসপির ব্যতিক্রমী উদ্যোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

নড়াইল জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রতীকী চেয়ার স্থাপন করা হয়েছে। যেটা নড়াইল জেলার প্রতিটি থানা ও পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংরক্ষিত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার সাদিরা খাতুন।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পাঁচটি প্রতীকী চেয়ারে জেলার পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে বসিয়ে একথা বলেন পুলিশ সুপার সাদিরা খাতুন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) তারেক আল মেহেদী, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, এস এ বাকী, সাইফুর রহমান হিলু, আলমগীর সিদ্দিকী ও তবিবর রহমান, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান উপস্থিত ছিলেন।

উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার একটি ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। যেটা স্বাধীনতার ৫২ বছর পরে এসে পেলাম। এটি শুধু চেয়ার নয় বা বসার ব্যবস্থা নয়, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য একটি নজিরবিহীন আয়োজন।

এ বিষয়ে পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের ৫২তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, নড়াইল জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। জাতীর বীর সন্তানদের সম্মান দেখানো আমাদের জন্য কর্তব্য মনে করি।

হাফিজুুল নিলু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।