বাইককে টেনে-হিঁচড়ে ১৫০ গজ দূরে নিয়ে গেলো ট্রাক, যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:১৩ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩

দিনাজপুরে ট্রাকচাপায় মানিক হোসেন (৩০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার সময় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ফুলবাড়ী বাসস্ট্যান্ড ডায়াবেটিক হাসপাতাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মানিক হোসেন উপশহরের ৮ নম্বর ব্লকের আব্দুস সামাদের ছেলে।

আরও পড়ুন: অফিসের সামনেই মোটরসাইকেলের ধাক্কা, যাওয়া হলো না কর্মস্থলে

পুলিশ ও স্থানীয়রা জানান, মানিক হোসেনসহ তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে ডায়াবেটিক হাসপাতাল মোড়ে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপরে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলসহ পাথরবাহী ১০ চাকার ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এসময় অন্যদুইজন ছিটকে গেলেও মানিক হোসেনকে ট্রাকটি প্রায় ১৫০ গজ পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায়। এক পর্যায়ে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোরাম মোওলা বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চালক হেলপার পলাতক রয়েছে।

এমদাদুল হক মিলন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।