নোয়াখালীতে আওয়ামী লীগের কর্মিসভায় মানুষের ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ডাকা কর্মিসভা জনসভায় রূপান্তরিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবির বলেন, আমরা সবাই নৌকার লোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দেবেন আমরা তার হয়ে বিজয় ছিনিয়ে আনবো। এক্ষেত্রে আমাদের কাজের মূল্যায়ন করে নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন: প্রথম প্রহরে সিলেটে হাজারো মানুষের ঢল

সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। যে বিদেশিরা আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি বলতো তারাই এখন উন্নয়ন দেখতে বাংলাদেশে আসে। স্বাধীনতার পর বিগত ১৫ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। যা দেখে স্বাধীনতা বিরোধীরা হিংসায় পুড়ছেন। আগামী নির্বাচনে জনগণ এর সুমচিত জবাব দিবে।

মোহাম্মদপুর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন কালুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আহসান হাবীব সমীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামসুল আলম মন্টু, সাবেক সদস্য শহীদ উল্যাহ, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, মোহাম্মদ (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল হুদা সোহাগ প্রমুখ।

এ সময় চাটখিল উপজেলা ও স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।