শিক্ষার্থীরা আদর্শ মানুষ হলে দেশে দুর্নীতি কমে যাবে: দুদক ডিজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন বলেছেন, প্রকৃত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই দেশে দুর্নীতি কমে যাবে। আমরা দুর্নীতিবাজদের ধরে আইনের আওতায় আনছি। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সততা সংঘ ও সততা স্টোর স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Lakshmipu-(2).jpg

আরও পড়ুন: স্বামীর দুর্নীতিতে স্ত্রীর সাজায় চিন্তায় দুদক

দুদক মহাপরিচালক বলেন, শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ করে কাউকে ক্ষতির সম্মুখীন হতে হয়নি। এ বিনিয়োগে সবাই সফল হয়েছেন। শিক্ষায় বিনিয়োগ দেশ-সমাজ ও জাতির কল্যাণ বয়ে আনবে।

মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মতিন, সমাজসেবক রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, দালালবাজার এনকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান, সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।