ধরলা নদীতে আগুনে পুড়লো ৩৫ লাখ টাকার স্পিডবোট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:২৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

কুড়িগ্রামে ধরলা নদীতে চলন্ত অবস্থায় আগুন ধরে একটি স্পিডবোট পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়ার ধরলা নদীতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলের দিকে ধরলা নদীতে উপজেলা প্রশাসনের একটি স্পিডবোটে আগুন লাগে। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার করেও আগুন নেভাতে পারেননি।

Fire-2.jpg

স্পিডবোটচালক নবির ইসলাম বলেন, আমি নতুন এখানে যোগদান করেছি। আমি স্পিডবোটটি চালাইনি। তবে যতটুকু জানতে পেরেছি, কেউ একজন চালাতে গিয়ে চলন্ত অবস্থায় একটি ইঞ্জিন বন্ধ হয়ে আগুন লেগে স্পিডবোটটি পুড়ে যায়। স্পিডবোটটির আনুমানিক মূল্য ৩৫-৪০ লাখ টাকা। অফিসের লোকজন এসে দেখে গেছেন।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক স্পিডবোটটি রমনা ঘাট থেকে কুড়িগ্রামের ধরলা ব্রিজে নিয়ে আসার পথে আগুন লেগে পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্ত চলছে।

ফজলুল করিম ফারাজী/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।