১২০ টাকার জন্য বন্ধুকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে পাওনা ১২০ টাকা নিয়ে বিরোধের জেরে সোহেল (৩০) নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।
রোববার (১০ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের পাঠিয়েছে পুলিশ। এরআগে শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌমুহনীর আলীপুরে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আলীপুর গ্রামের ঠাকুর বাড়ির বাহারের ছেলে সোহেলের (২৮) সঙ্গে নিহত সোহেলের বন্ধুত্ব ছিল। তারা দুজন একসঙ্গে দিনমজুরের কাজ করতেন। শনিবার সন্ধ্যায় পাওনা ১২০ টাকা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। পরে বাহারের ছেলে সোহেল বাচ্চুর ছেলে সোহেলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাতে মারা যান।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস