হাবিপ্রবির নাশকতা মামলা

জামিন চাইতে গিয়ে কারাগারে ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের করা নাশকতা মামলায় আনিসুর রহমান বাদশা নামে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক জুলফিকার উল্লাহ জামিন আবেদন না মঞ্জুর করে এ আদেশ দেন। আনিসুর রহমান বাদশা দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, ১৯ জুলাই দিনাজপুরে বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রা অনুষ্ঠিত হয়। সেদিন হাবিপ্রবির সামনে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ঘটে। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

ঘটনার সময় বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে ক্যাম্পাসে ঢুকে হাবিপ্রবির বিভিন্ন আবাসিক ভবনের জানালার কাঁচ ও মূল ফটক ভাঙচুর করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোতয়ালি থানায় নাশকতার একটি মামলা করে। মামলায় চেয়ারম্যান আনিসুর রহমান বাদশাকে আসামি করা হয়।

ওই মামলায় চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর মো. আব্দুর রাজ্জাক চেয়ারম্যান আনিসুর রহমান বাদশাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।