সিরাজগঞ্জে কৃষক হত্যা

ছেলেসহ আওয়ামী লীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক আমিরুল ইসলাম (৫২) হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে জামিন শুনানি শেষে বিচারক মোছা. নাহিদ রহমান শরিফ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হাই ও তার ছেলে রাকিবুল ইসলাম।

উল্লাপাড়া আমলি আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) জুয়েল রানা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, নিহত আমিরুল ইসলামের সঙ্গে আসামিদের নলকূপের স্কিম স্থাপন নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সালিশি বৈঠক হয়। বৈঠকে স্কিম মালিকদের কিছু টাকা আওয়ামী লীগ নেতা আব্দুল হাইয়ের কাছে জমা রাখা হয়। কিন্তু এ টাকা তিনি স্কিম মালিকদের আর ফেরত দেননি। বিষয়টি নিয়ে কৃষক আমিরুল ইসলামসহ এলাকার কিছু মানুষ প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি আমিরুল ইসলামকে হত্যার পরিকল্পনা করেন।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে কৃষক আমিরুল ইসলাম গ্রামের একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল হাই ও তার ছেলেসহ আসামিরা আমিরুলের ওপর হামলা চালায়। সেই সঙ্গে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা আমিরুলকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ ফেব্রুয়ারি সকালে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত কৃষকের ছেলে নাঈম প্রামানিক বাদী হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হাই ও তার ছেলে রাকিবুল ইসলামসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

এম এ মালেক/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।