২২ শতক আমন ক্ষেত নষ্ট করলো প্রতিপক্ষ, এসপির কাছে অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

নেত্রকোনায় বিরোধপূর্ণ জমিতে রোপণ করা আমনের চারা নষ্ট করা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (১০ সেপ্টেম্বর) জেলা প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের বিষয়টি জানান আনোয়ারা নামের এক নারী। এ নিয়ে ৩ সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঠাকুরাকোনা মৌজায় সাড়ে ২২ শতক ফসলি জমি নিয়ে হবিবপুর এলাকার মৃত আক্বাস আলীর দুই ছেলে আশিক মিয়া, হৃদয় মিয়া মেয়ে আফরোজা আক্তারদের সঙ্গে মো. শাহজাহানদের বিরোধ চলছিল। সম্প্রতি শাহজাহানের দখলে থাকা জায়গাটিতে আমন ধানের চারা লাগানো হয়। কিন্তু প্রতিপক্ষের লোকজন জায়গাটি দখলে নিতে গত ৩০ আগস্ট ট্রাক্টর দিয়ে রোপণ করা ধানের ক্ষেত নষ্ট করে। এতে শাহজাহানের অসুস্থ স্ত্রী আনোয়ারা বেগম ও তার ছেলের বউ রুনা আক্তার বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করেন। এনিয়ে আনোয়ারা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে আফরোজার স্বামী পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত আতিকুর রহমান ও তার দুই ছেলেকে অভিযুক্ত করা হয়।

আরও পড়ুন: রানীনগরে ফসলি জমি থেকে মাটি কাটার ধুম

অভিযোগকারী আনোয়ারার দাবি, সাফ কবলা দলিলমুলে ওই জমি প্রাপ্ত হন তিনি। জায়গাটি দখলে নিতে প্রতিপক্ষ ধানের চারা নষ্ট করাসহ আমাকে ও আমার পুত্রবধূকে মারধর করে প্রাণনাশের হুমকি দেন। প্রতিপক্ষ আতিকুর রহমান পুলিশ সুপার কার্যালয়ের চাকরি করেন বলে প্রভাব খাটিয়ে তারা এসব কাজ করে যাচ্ছেন। আতিকুল রহমানের নেতৃত্বে তার ছেলেসহ অনেকই এ কাজে জড়িত। আমি পুলিশ সুপারের কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাইনি।

জানতে চাইলে আতিকুর রহমান বলেন, আমার শ্বশুরের জমি নিয়ে একটু ঝামেলা চলছে। প্রতিপক্ষের লোকজনও আমাদের আত্মীয়। বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য কয়েকবার চেষ্টা করেছি। কিন্তু আমাকে অন্যায়ভাবে দোষারোপ করে অভিযোগ করা হয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।