রাঙ্গুনিয়ায় আ.লীগের আজগর নির্বাচিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. ইদ্রিচ আজগরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা রিটার্নিং অফিসার ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৪১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ২ হাজার ২৬ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী মুজিবুল হক ধানের শীষ প্রতীকে ১ হাজার ৭৩৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
জীবন মূছা/এমএএস/আরআইপি