খুলনায় আ.লীগ ৪২, বিএনপি ৩, অন্যান্য ১১
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে খুলনার ৬৭টি ইউনিয়নের মধ্যে ৫৬টি ইউনিয়নের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ ৪২টি, বিএনপি ৩, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৮ জন ও স্বতন্ত্র ৩ জন চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।
খুলনায় আ.লীগ ৪২
জেলার তেরখাদা উপজেলার ইউনিয়নগুলোতে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, আজুগড়া ইউনিয়নে কৃষ্ণ মেনন রায় (আ.লীগ), বারাসাত ইউপিতে কেএম আলমগীর হোসেন (আ.লীগ), ছাগলাদহ ইউপিতে এসএম দীন ইসলাম (আ.লীগ), মধুপুর ইউপিতে শেখ মো. মহসিন(আ.লীগ), তেরখাদা সদর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিদ্বতায় নির্বাচিত এসএম ওয়াহিদুজ্জামান (আ.লীগ)।
দাকোপ উপজেলার পানখালী ইউপিতে শেখ আব্দুল কাদের (আ.লীগ), দাকোপ ইউনিয়নে বিনয় কৃষ্ণ রায় (আ.লীগ), কামারখোলা ইউপিতে পঞ্চানন মণ্ডল (আ.লীগ), তিলডাঙ্গা ইউপিতে রনজিত মণ্ডল (আ.লীগ), বাজুয়া ইউপিতে রঘুনাথ রায় (আ.লীগ), কৈলাশগঞ্জ ইউপিতে মিহির কুমার মণ্ডল (আ.লীগ), বানিয়াশান্তা ইউপিতে সুদেব কুমার মণ্ডল (আ.লীগ), সুতরখালী ইউপিতে মাসুম আলী ফকির (আ.লীগ)। আটরা ইউপিতে শেখ মনিরুল ইসলাম (আ.লীগ), দামোদর ইউপিতে শরীফ মো. শিপলু ভূইয়া (আ. লীগ)।
বটিয়াঘাটা উপজেলার সদর ইউপিতে মনোরঞ্জন মণ্ডল (আ.লীগ), গঙ্গারাম পুর ইউপিতে শেখ হাদিউজ্জামান হাদী (আ.লীগ), রূপসা উপজেলার আইচগাতী ইউপিতে আশরাফুজ্জামান বাবুল (আ.লীগ), শ্রীফলতলা ইউপিতে ইসহাক সরদার (আ.লীগ), নৈহাটি ইউপিতে কামাল হোসেন বুলবুল (আ.লীগ), টিএস বাহিরদিয়া ইউপিতে মো. জাহাঙ্গীর শেখ (আ.লীগ), মহারাজপুর ইউপিতে আব্দুল্লাহ আল মামুন লাভলু (আ.লীগ),আমাদী ইউপিতে আমীর আলী গাইন (আ.লীগ), উত্তর বেদকাশী ইউপিতে নুরুল ইসলাম সরদার (আ.লীগ), দক্ষিণ বেদকাশী ইউপিতে কবি শামছুর রহমান (আ.লীগ) এবং মহেশ্বরীপুর ইউপিতে বিজয় কৃষ্ণ সরদার (আ.লী বিদ্রোহী)।
ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউপিতে বিমল সানা (আ.লীগ), মাগুরাঘোণা ইউপিতে আবুল হোসেন (আ.লীগ), গুটুদিয়া ইউপিতে মোস্তফা সরোয়ার (আ.লীগ), রঘুনাথপুর ইউপিতে খান সকুর উদ্দিন (আ.লীগ), আটলিয়া ইউপিতে স ম আব্দুল কাইয়ুম (আ.লীগ), রুদাঘরা ইউপিতে মোস্তফা কামাল খোকন (আ.লীগ), ধামালিয়া ইউপিতে রেজওয়ান হোসেন মোল্লা (আ.লীগ), রংপুর ইউপিতে রাম প্রসাদ জোদ্দার (আ.লীগ), ভাণ্ডারপাড়া ইউপিতে হিমাংশু বিশ্বাস (আ’লীগ), সদর ইউপিতে হুমায়ুন কবির বুলু (আ. লীগ), দেলুটি ইউপিতে রিপন মণ্ডল (আ.লীগ), লস্কর ইউপিতে আরিফুজ্জামান তুহিন (আুলীগ), রাড়ুলী ইউপিতে মজিদ গোলদার (আ.লীগ), গড়ইখালী ইউপিতে রুহুল আমীন বিশ্বাস (আ.লীগ)।
দিঘলিয়া উপজেলার সদর ইউপিতে ফিরোজ মোল্লা (আ.লীগ), সেনহাটি ইউপিতে জিয়া গাজী (আ.লীগ), বারাকপুর ইউপিতে গাজী জাকির হোসেন (আ.লীগ), গাজীরহাট ইউপিতে মোস্তফা কামাল (আ. লীগ) এবং আড়ংঘাটা ইউপিতে মফিজুল ইসলাম জিবলু মোড়ল (আ.লীগ)।
বিএনপি ৩
ফুলতলা উপজেলার সদর ইউপিতে আবুল বাসার (বিএনপি), সোলাদানা ইউপিতে এসএম এনামুল হক (বিএনপি) ও কপিলমুনি ইউপিতে মো. ডাবলু (বিএনপি)।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৭
সাচিয়াদহ ইউপিতে উকিল উদ্দীন লস্কর (আ.লীগের বিদ্রোহী), সরাফপুর ইউপিতে শেখ রবিউল ইসলাম (আ.লীগ বিদ্রোহী), কয়রা উপজেলার সদর ইউপিতে এসএম শফিকুল ইসলাম (আ. লী বিদ্রোহী), লাউডোব ইউপিতে সরজিত মণ্ডল (আ.লীগ বিদ্রোহী), বাগালী ইউপিতে আব্দুস সাত্তার পাড় (আ.লীগ বিদ্রোহী), শোভনা ইউপিতে সুরঞ্জিত বৈদ্য (আ.লীগ বিদ্রোহী) ও লতা ইউপিতে চিত্ত রঞ্জন মন্ডল (আ’লীগ বিদ্রোহী)।
স্বতন্ত্র ৪
গদাইপুর ইউপিতে গাজী জুনায়েদুর রহমান (স্বতন্ত্র), পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপিতে আবু জাফর সিদ্দিক রাজু (স্বতন্ত্র), সাহস ইউপিতে শেখ জয়নাল আবেদীন (স্বতন্ত্র) ও বালিয়াডাঙ্গা ইউপিতে গোলাম হাসান (স্বতন্ত্র)।
এসএইচএস/এবিএস