সরকারি জায়গা দখল করে মার্কেট, ভেঙে দিলো মোংলা বন্দর কর্তৃপক্ষ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

মোংলায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা গয়না টিটুর সেই মার্কেট অবশেষে ভেঙে দেওয়া হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসফাকুর রহমান পৌর শহরের ১ নম্বর লেবার জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই অবৈধ মার্কেটটি ভেঙে দেন।

এসময় অভিযুক্ত গয়না টিটু ভুয়া কাগজপত্র দেখাতে চাইলেও তা ধোপে টেকেনি। এর আগে তাকে ওই জায়গা ছেড়ে দিতে বন্দর কর্তৃপক্ষ সাতদিনের নোটিশও দেয়। কিন্তু সেই নোটিশের পরোয়া না করে তিনি মার্কেট ঠেকাতে স্থানীয় প্রভাবশালী কয়েকজনের কাছে দৌড়ঝাঁপ শুরু করেন। তবে তাতেও শেষ রক্ষা হলো না।

মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসফাকুর রহমান বলেন, মোংলা নদীর পাড়ে বন্দর কর্তৃপক্ষের জায়গা রাতারাতি দখল করে এক শ্রেণির অসাধু ব্যক্তি বিভিন্ন স্থাপনা তৈরি করেন। তারা পাকা ইমারত করে একাধিক মার্কেট গড়ে তোলেন, যা সম্পূর্ণ অবৈধ। সম্প্রতি অবৈধ মার্কেট নির্মাণকারী গয়না টিটু নামে এক ব্যক্তিকে জায়গা ছেড়ে দিয়ে মার্কেট সরিয়ে নিতে নোটিশ করা হয়। কিন্তু তিনি তা করেননি। তাই নোটিশ অমান্য করায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

Mongla port

এ বিষয়ে গয়না টিটু বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে জায়গা বরাদ্দের আবেদন করেই তিনি মার্কেট নির্মাণ করেছিলেন। তবে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর আলম বলেন, কাউকে ওই জায়গা বরাদ্দ দেওয়া হয়নি। এটা অবৈধভাবে দখল করেছেন। তাই উচ্ছেদ করা হচ্ছে।

জানা গেছে, জায়গাটি মোংলা ঘাটের শ্রমিকদের বিশ্রামাগারের জন্য নির্ধারণ করে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি উদ্বোধন করেছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার। কিন্তু গয়না টিটু সেই জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেন। এ নিয়ে মানববন্ধনসহ নানা আন্দোলন করতে থাকেন শ্রমিকরা। পরে জায়গা ফিরে পেতে গত ৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপিও দেন ঘাটের শ্রমিকরা। অবশেষে বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপে সেই অবৈধ মার্কেট উচ্ছেদ করা হয়েছে।

আবু হোসাইন সুমন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।