সকালে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি, রাতেই মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০২:০২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩

জামালপুরে ডেঙ্গুতে রোহান মিয়া (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে জামালপুর পৌর শহরের আলিহারপুর গ্রামের আজিজুল হকের ছেলে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: মেহেরপুরে কিট সংকটে বন্ধ ডেঙ্গু পরীক্ষা

তিনি বলেন, রোহান সোমবার সকালের দিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা নিরীক্ষার শেষে তার ডেঙ্গু শনাক্ত করা হয়। এদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এখন পর্যন্ত ২৫ জন ভর্তি আছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সবাইকে বাড়ির আঙিনাসহ সব জায়গা পরিষ্কার রাখতে হবে। এছাড়া সব সময় মশারি ব্যবহারের অভ্যাস করা জরুরি।

মো. নাসিম উদ্দিন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।