বাবা-ভাইকে কুপিয়ে হত্যা, ১৭ বছর পর ফাঁসির রায়
দিনাজপুরে বাবা ও ভাইকে কুপিয়ে হত্যা মামলার ১৭ বছর পর শ্রী বাঞ্চারাম রায়ের (৫৭) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, দিনাজপুরের সদর উপজেলার ২নম্বর সুন্দরবন ইউনিয়নের আমইর গ্রামের লোহারাম ও বাঞ্চারাম রায় এবং তাদের বাবা বংকিম চন্দ্র রায়ের (বলরাম রায়) এর মধ্যে জমি নিয়ে বিবাদ চলে আসছিল। ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার সময় বাঞ্চারাম রায় বাড়ির আঙ্গিনায় প্রথমে ধারালো ছুরি দিয়ে বংকিম চন্দ্র রায়কে এবং পরে ছোট ভাই লোহারাম রায়কে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের দিনাজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শিশুকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন
এই ঘটনায় নিহত লোহারাম রায়ের স্ত্রী কুমুতী রানী রায় বাদী হয়ে ভাসুর বাঞ্চারাম রায়কে আসামি করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাক্ষী প্রমাণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় আসামি বাঞ্চারাম রায়কে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
আসামী শ্রী বাঞ্চারাম রায় ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। ঘটনার সময় তার বয়স ছিল (৪০) বছর। বর্তমানে তার বয়স ৫৭ বছর।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের পিপি হাসনে ইমাম নয়ন সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। আমরা হত্যাকাণ্ডের সঠিক বিচার পেয়েছি।
এমদাদুল হক মিলন/জেএস/এমএস