আর এক ফুট পানি বাড়লেই ছাড়া হবে কাপ্তাই লেকের গেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:০০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩

থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই লেকে দিন দিন বাড়ছে পানির পরিমাণ। বর্তমানে পানিতে টইটম্বুর কাপ্তাই লেক। আর এক ফুট পানি বাড়লেই ছাড়া হতে পারে লেকের গেট।

মঙ্গলবার পর্যন্ত রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে পানির পরিমাণ আছে ১০৬.৯৭ ফুট মীনসিলভল। যেখানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী বছরের এ সময় লেকে পানি থাকার কথা ১০১.৩০ ফুট মীনসিলভল। অর্থাৎ প্রয়োজনের তুলনায় পাঁচ ফুটেরও বেশি পানি আছে কাপ্তাই লেকে।

লেকে পানি পরিমাণ বাড়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহর জানান, ধারণক্ষমতার চেয়ে পাঁচ ফুটরেও বেশি পরিমাণ পানি আছে কাপ্তাই লেকে। তবে লেক থেকে এখন পর্যন্ত পানি ছাড়ার কথা আপাতত ভাবা হচ্ছে না। তবে আর এক ফুট বাড়লে হয়তো পানি ছাড়ার পরিস্থিতি হতে পারে। পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি ইউনিট থেকে মোট ১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এর মধ্যে এক নম্বর ইউনিট থেকে ৪৬, ২ নম্বর ইউনিট থেকে ৪৫, ৩ নম্বর ইউনিট থেকে ২৮, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ এবং পাঁচ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। উৎপাদিত এ বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়ে থাকে।

সাইফুল উদ্দীন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।