নড়াইলে এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা ১৪ অক্টোবর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩

নড়াইলে এস এম সুলতানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১৪ অক্টোবর নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিসভা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, এ বছরও নারী-পুরুষের অন্তত ২০টি পৃথক মাঝিমাল্লার নৌকা চিত্র নদী প্রতিযোগিতায় অংশ নেবে। একই সঙ্গে দূরদূরান্ত থেকে আসা দর্শক এ আয়োজন উপভোগ করবে।

jagonews24

আরও পড়ুন: চিত্রায় নৌকাবাইচ দেখতে লাখো মানুষের ঢল

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) আছিফ উদ্দিন মিয়া, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম হিলু প্রমুখ।

হাফিজু নিলু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।