ডেঙ্গুতে মারা গেলেন আওয়ামী লীগ নেতা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইব্রাহিম হোসেন হেলাল (৫৮) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইব্রাহিম হোসেন উপজেলার কালিকাপুর আজমপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, ইব্রাহিম হোসেন পারিবারিক প্রয়োজনে ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। সেখানে চিকিৎসা শেষে সুস্থতা অনুভব করলে বাড়ি ফিরে আসেন। তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

শেখ মহসীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।