পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ী ছিনতাই : ৩ পুলিশ আহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ী আবুকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার সদর পৌরসভার মুকুন্দী গাজীপুরা গ্রামে মাদক ব্যবসায়ী আবুর বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
জানা গেছে, উপজেলার মুকুন্দী গাজীপুরা গ্রামের মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামি আবুর বাড়িতে তার মাদক ব্যবসা ও ডাকাতির কাজের সহযোগীরা জড়ো হয়েছে এমন সংবাদ পেয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাউদ্দীন কনস্টেবল আরিফ ও রতনকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে আবুকে আটক করেন।
এমন সময় আবুর সহযোগী জাহাঙ্গীরের নেতৃত্বে সকল সহযোগীরা ৩ পুলিশের উপর হামলা চলিয়ে তাদেরকে মারপিট করে আটককৃত আবুকে ছিনিয়ে নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে আহত ৩ পুলিশকে উদ্ধার করে আনেন। তাদেরকে থানার স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাউদ্দীন বাদী হয়ে বুধবার সকালে ১৫ জনের নাম উল্লেখ করে এবং ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক দল পুলিশ মাদক বিক্রিতাদের গ্রেফতার করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়।
সাহাদাত হোসেন/এফএ/পিআর