বিএনপি-জামায়াতের দুঃশাসন মানুষ ভুলতে বসেছে: ফরহাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

বিএনপি-জামায়াত জোট সরকারের অন্ধকার অবস্থা থেকে বেরিয়ে দেশ এখন আলোর পথে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, ২০০১-২০০৫ সাল সারা দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। সার নেই, তেল নেই, কোনো উন্নত বীজ ছিল না। লাইনে দাঁড়িয়েও সার পাওয়া যায়নি। সেই জায়গা থেকে দেশ এখন অনেক এগিয়ে গেছে। বিএনপি-জামায়াতের সেই দুঃশাসন মানুষ এখন ভুলতে বসেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর সদর উপজেলা প্রাঙ্গণে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের কথা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন। এখন ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা বাজেট। মানুষকে ভালো রাখার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তার পদক্ষেপ দেখলেই বোঝা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপাতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

তিনদিনব্যাপী উন্নয়ন মেলায় ২০টি স্টলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে।

আসিফ ইকবাল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।