দর্শনা সীমান্তে বিএসএফের সঙ্গে বিজিবির ডিজির শুভেচ্ছা বিনিময়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

বিজিবি-মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান দর্শনা সীমান্ত চেকপোস্ট পরিদর্শন করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় তিনি চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে পৌঁছান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, রোববার দুপুর ২টায় বিজিবি-মহাপরিচালক চেকপোস্টে পৌঁছানোর পর আড়াইটার দিকে বিজিবি কর্মকর্তাদের সালাম গ্রহণ করন। পরে তিনি দর্শনা সীমান্ত ৭৬ নম্বর পিলারর বিপরীত ভারতীয় অংশ বিএসএফের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করন।

এসময় উভয় দেশের কর্মকর্তারা আসন গ্রহণ করার পর ভারতের রাজারহাট কলকাতা বিএসএফ-এর ভারপ্রাপ্ত আইজি (ডি আই জি) অমরেশ কুমার আরিয়া বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসানকে ফুলের শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: জয়পুরহাটের সৌলাগাড়ী বিলের পানি প্রবাহে বিজিবি-বিএসএফের বৈঠক

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির সহকারী পরিচালক মেজর জেনারেল খাইরুল কবির, যশোর বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার নাজমুল হাসান, কুষ্টিয়া বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এমারত হাসন, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ও মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা।

পরবর্তীতে বিজিবি-মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসাইন দর্শনা বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা ও মহেশপুরে বিজিবি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৩টায় দর্শনা ত্যাগ করন।

হুসাইন মালিক/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।