প্রধানমন্ত্রীকে কটূক্তি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

বগুড়া সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে হোসাইন ইসলাম হোসেন (২৬) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানাপুলিশ যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে হোসাইন ইসলামকে।

গ্রেফতার হোসাইন ইসলাম ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও কারিগড়পাড়া গ্রামের তসলিম উদ্দিন মেকারের ছেলে।

মামলার বাদী নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, ছাত্রলীগের একজন আদর্শিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টে সংক্ষুব্ধ হয়েছি। দলীয় অভিভাবকের সম্মানহানি কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই মামলা করেছি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, গ্রেফতারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।