জাগো নিউজে সংবাদ প্রকাশ
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনী তফসিল ঘোষণা
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার চার বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, ১৪ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুশফিকুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তফসিল অনুযায়ী বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার ২১৪ নম্বর কক্ষে খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি জানানো যাবে। ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি পাওয়া গেলে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শুনানি অনুষ্ঠিত হবে। পরদিন ২২ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা জেলা প্রশাসক কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ড ও জেলার ওয়েব পোর্টালে প্রকাশ করা হবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচনের হাওয়া

নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৭ ও ২৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণ করা হবে ১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ২ অক্টোবর। প্রত্যাহারের শেষ সময় ৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ দিনেই বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিলে উল্লেখ করা হয়েছে সহ-সভাপতি থেকে কোষাধ্যক্ষ পর্যন্ত মনোনয়নের মূল্য ২ হাজার এবং নির্বাহী সদস্য ১ হাজার ৫০০ টাকা। কোনো প্রার্থী একাধিক পদের জন্য নির্বাচন করতে পারবেন না। নির্বাচনের দিনে ভোট গ্রহণের পরপরই গণনা শুরু হবে। আর ওইদিনই ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে ৭ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় ‘কমিটি নেই আড়াই বছর, প্রাণহীন ক্রীড়াঙ্গন’ শিরোনামে জাগো নিউজ সংবাদ প্রকাশ করেছিল। পরে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এলে ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গঠন করে সংস্থাটি।
এম এ মালেক/জেএস/এএসএম