সিরাজগঞ্জে একদিনে আরও ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত
সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ১৭ জন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: গাইবান্ধায় আরও ২২ জনের ডেঙ্গু শনাক্ত
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৩৯৯ জন। হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ১৫৬ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন।
এম এ মালেক/জেএস/জেআইএম